মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

পুনর্নিরীক্ষণে ফেল থেকে জিপিএ-৫, প্রকাশ্যে আসল খাতা মূল্যায়নের অসঙ্গতি

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৫, ১৬:১৯

ছবি: সংগৃহীত

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণে দেশব্যাপী বড় ধরনের ফল পরিবর্তনের ঘটনা সামনে এসেছে। সারা দেশে ২ লাখ ২৬ হাজার শিক্ষার্থী পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেন, যেখানে মোট ৪ লাখ ২৮ হাজার খাতা চ্যালেঞ্জ করা হয়।

ফলে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৫৫৫ শিক্ষার্থী, আর ফেল থেকে পাশ হয়েছেন ১ হাজার ৪৭৯ জন। সবচেয়ে বেশি পরিবর্তন হয়েছে ঢাকা বোর্ডে ২০১ জন নতুন জিপিএ-৫ এবং ৩০৮ জন ফেল থেকে পাশ। অন্যদিকে যশোর বোর্ডের এক শিক্ষার্থী মূল ফলাফলে ফেল থেকে সরাসরি জিপিএ-৫ অর্জন করেছেন।

বিশেষজ্ঞরা বলছেন, এই ফলাফল প্রকাশ করে খাতা মূল্যায়নের দায়িত্বে অবহেলা ও গাফিলতির প্রমাণ মিলেছে। শিক্ষার্থীদের ভবিষ্যৎকে প্রভাবিত করা এ ধরনের ভুল এড়াতে শিক্ষকদের প্রশিক্ষণ ও প্রযুক্তিনির্ভর যাচাই পদ্ধতি জোরদার করার উদ্যোগ নেওয়া হচ্ছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top