রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি
স্টাফ রিপোর্টার । ঢাকা | প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০২৬, ১৩:৩০
রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে আজ শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি চলছে।
সকালে ১১টার দিকে মিরপুর সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থীরা টেকনিক্যাল মোড়ে অবস্থান নেন। এর পর সাড়ে ১১টায় তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা প্রধান সড়ক অবরোধ করেন। বেলা ১২টার দিকে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা তাঁতীবাজার মোড় অবরোধ করেন। এছাড়া সোয়া ১২টায় তিতুমীর কলেজের শিক্ষার্থীরা মহাখালীর আমতলী মোড় অবরোধে নেমেছেন।
শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি পালন করছেন সরকারি সাত কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে। তারা আগের দিন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিলেন, বুধবার বেলা ১১টা থেকে সায়েন্স ল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড় অবরোধ করা হবে।
অন্যদিকে, তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা সহপাঠী সাকিবুল হাসান রানার হত্যার বিচার দাবিতে ইন্দিরা রোড ও সংলগ্ন এক্সপ্রেসওয়ের ডাউন র্যাম্প বন্ধ করে দেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ঢাকা মহানগর ট্রাফিক বিভাগ জানায়, যানবাহন চলাচল বিজয় স্মরণীর দিকে ডাইভার্ট করা হচ্ছে।
তেজগাঁও কলেজের ছাত্রাবাসে সংঘর্ষে আহত হয়ে সাকিবুল হাসান রানার মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থীরা আগেও একাধিক বিক্ষোভ করেছে। জানা গেছে, ৬ ডিসেম্বর কয়েকজন বহিরাগত তার উপর নৃশংসভাবে হামলা চালিয়ে গুরুতর আহত করেন। চার দিন চিকিৎসার পর তিনি মারা যান।
পুলিশ ও ট্রাফিক বিভাগের উদ্যোগে কিছু গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ব্যাহত হলেও প্রয়োজনে ডাইভার্ট ব্যবস্থা করা হচ্ছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।