শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

নতুন সাজে সুবর্ণ এক্সপ্রেসের যাত্রা শুরু

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৩ নভেম্বর ২০২০, ১৫:১২

নিজস্ব প্রতিবেদক:

ইন্দোনেশিয়া থেকে আসা ট্রেনের নতুন বগি যুক্ত হয়েছে সুবর্ণ এক্সপ্রেসে। মঙ্গলবার (৩ নভেম্বর) ট্রেনে এ বগি যুক্ত হয়। এ সময় উপস্থিত ছিলেন রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (অতিরিক্ত দায়িত্ব) সরদার সাহাদাত আলী। সকাল ৭টায় নতুন রূপে চট্টগ্রাম ছাড়ে ট্রেনটি।

সরদার সাহাদাত আলী বলেন, সুবর্ণ এক্সপ্রেসের পুরাতন বগি সরিয়ে নতুন বগি যুক্ত করা হয়েছে। এখন থেকে যাত্রীদের ভ্রমণ আরও উন্নত হলো। ট্রেনকে আধুনিক ও উন্নত সেবা দেওয়ার লক্ষ্যে মাননীয় রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজনের অনেক পদক্ষেপের মধ্যে এটিও একটি পদক্ষেপ।

ট্রেনটিতে এসি চেয়ার আছে ৮টি, শোভন চেয়ার ৭টি। এছাড়া শোভন চেয়ার, গার্ড ব্রেক, ডাইনিং মিলিয়ে ২টি (যেখানে আগে চাইনিজ সাদা বগিতে একটি এসি গার্ড ব্রেক কাজ করত)। পাওয়ার কার আছে একটি।

তবে নতুন সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে আসনসংখ্যা ৯টি কমেছে। আগে যেখানে ৮৯৯টি ছিলো, সেখানে নতুন রেকে ৮৯০টি আসন রয়েছে।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক সাদেকুর রহমান বলেন, ইন্দোনেশিয়া থেকে আসা লাল-সবুজের নতুন বগি সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে যুক্ত হয়। সকাল ৭টায় ট্রেনটি নতুন রূপে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

এর আগে, চট্টগ্রাম-ঢাকা রুটে চলাচল করা সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে ২০০৬ সালে সাদা চায়না বগি যুক্ত হয়। ১৪ বছর পর এসব সাদা বগি সরিয়ে ইন্দোনেশিয়ার লাল-সবুজের বগি যুক্ত করা হয়েছে।

এনএফ৭১/আরআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top