কক্সবাজার রোহিঙ্গা শরণার্থী এলাকায়
খেলাধুলার সাথে শিশুদের সম্পৃক্ত করার উদ্যোগে ‘ফ্রেন্ডশিপ’
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ জুন ২০২১, ২৩:৫২
রোহিঙ্গা শরণার্থী এলাকায় শিশুদের মানসিক বিকাশে খেলাধুলা নিয়ে কাজ শুরু করেছে দেশের অন্যতম উন্নয়ন সহযোগী সংস্থা ‘ফ্রেন্ডশিপ’। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প এলাকায় দশ লাখ শরণার্থী এবং পাঁচ লাখ শিশু পাচ্ছে খেলাধুলার সুবিধা।
যদিও কয়েক বছর ধরে স্থানীয় বাসিন্দা এবং রোহিঙ্গা শিশুদের মাঝে স্বাস্থ্যসেবা ও শিক্ষা কর্মসূচী চালিয়ে যাচ্ছে ফ্রেন্ডশিপ। এ কাজে সহযোগিতা করছে ফ্রান্স ভিত্তিক সংস্থা ক্লাব এবং প্যারিস সেইন্ট জার্মেইন এনডাওমেন্ট ফান্ড।
ক্লাব এবং প্যারিস সেইন্ট জার্মেইন এনডাওমেন্ট ফান্ড সরবরাহ করবে নতুন উদ্ভাবিত ভ্রাম্যমান স্পোর্টস লাইব্রেরী, যা শরণার্থী ক্যাম্পগুলোতে খেলাধুলার আগ্রহ ছড়িয়ে দেয়ার মাধ্যমে একটা ইতিবাচক শক্তিতে পরিণত হবে। ক্লাব সেন্টারের নকশাকারী সোলারকিয়স্ক এর তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়ন করছে ফ্রেন্ডশিপ।
ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক রুনা খান বলেন, আমরা প্যারিস সেন্ট জার্মেইন, ক্লাব এবং ইউএনএইচসিআরকে ধন্যবাদ জানাচ্ছি এমন উদ্যোগ নেয়ার জন্য। এ ধরণের উদ্যোগ রোহিঙ্গা শিশুদেরকে শুধু মানসিকভাবে শক্তিশালী করবে না, পাশাপাশি ভয়-বিষাদগ্রস্থতা থেকেও মানসিকভাবে উন্নত করবে, যার শিকার তারা বাল্য বয়সেই হয়েছে।
সোলারকিওস্ক এর প্রধান নির্বাহী এবং অন্যতম প্রতিষ্ঠাতা থমাস রিগার বলেন, এমন কার্যকর প্রকল্পের সাথে থাকতে পেরে আমরা সত্যিই আনন্দিত। বিদ্যুৎ সুবিধা বিচ্ছিন্ন অঞ্চলে সৌর বিদ্যুতের মাধ্যমে আমরা তরুণ শরণার্থীদের সক্ষমতা অর্জনে কাজে আসতে পেরেছি।
প্রথমবারের মত বাংলাদেশের কক্সবাজারের প্রকল্পটি পৃথিবীর অন্যান্য স্থানে ছড়িয়ে দিতে একসাথে কাজ করছে ক্লাব, প্যারিস সেন্ট জার্মেইন এন্ডোমেন্ট ফান্ড এবং ইউএনএইচসিআর।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: ‘ফ্রেন্ডশিপ’
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।