• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


গোপালগঞ্জে করোনা হয়ে এক নারীসহ তিনজনের মৃত্যু

গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ৬ জুলাই ২০২১, ০২:৪০

গোপালগঞ্জে করোনা হয়ে এক নারীসহ তিনজনের মৃত্যু

গোপালগঞ্জে গেল ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিস্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৬৩ জনে।

গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিস্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা: অসিত কুমার মল্লিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। করোনায় মৃত্যুবরণকারীরা হলেন, গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় গ্রামের নারায়ণ (৭৭), একই উপজেলার কাঠি গ্রামের হুমায়ূন (৫০) ও মাঠিবাড়ী গ্রামের তুয্য বেগম (৬৯)।

গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিস্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা: অসিত কুমার মল্লিক জানান, করোনা আক্রান্ত হয়ে তারা গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিস্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর থেকে রাতের মধ্যে তারা মারা যান।

এদিকে, গোপালগঞ্জ সিভিল সার্জন অফিস সূত্রে জানাগেছে, গত ২৪ ঘণ্টায় ২১৩টি নমুনায় সনাক্ত হয়েছেন ১০৬ জন। সনাক্তের হার শতকরা ৫০ ভাগ। এছাড়া জেলায় সর্বমোট ২৭ হাজার ৯৪ টি নমুনায় সনাক্ত হয়েছে ৫ হাজার ৩৮১ জন। সুস্থ হয়ছেন ৪ হাজার ৩৬৯ জন।

অপরদিকে, গোপালগঞ্জে লকডাউন কার্যকর করতে শহরের গুরুত্বপূর্ণ সড়ক, পাড়া মহল্লা ও সড়কের মোড়ে মোড়ে টহল দিচ্ছেন ম্যাজিস্ট্রেট, পুলিশ, সেনা বাহিনী, বিজিবি ও আনসার সদস্যরা। আজ সোমবার লকডাউনের ৫ম দিনেও শহরের বিভিন্ন প্রবেশ সড়কে চেক পোস্ট বসিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।

সড়কে বের হওয়া মানুষদের পড়তে হচ্ছে জেরার মুখে। তবে এ দিনে শহরে যানবাহন ও মানুষের আনাগোনা ছিল কম। জেলা ও উপজেলা সদরে বন্ধ রয়েছে মার্কেট দোকানপাট। লকডাউন বাস্তবায়নে ম্যাজিস্ট্রেটরা বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আইন লঙ্ঘনকারীদের জরিমানা করছেন। মানুষকে সচেতন করতে ও লকডাউন কার্যকর করতে আইন শৃঙ্খলা বাহিনী মাইকিং করে জনসাধারণকে অপ্রয়োজনে ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিচ্ছেন।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top