সিঁড়ি তালাবদ্ধ থাকায় মৃত্যু বেড়েছে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ জুলাই ২০২১, ০০:৫৭

সিঁড়ি তালাবদ্ধ থাকায় মৃত্যু বেড়েছে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জুস কারখানায় আগুন লাগার সময় ভবনের একটি সিঁড়ি তালাবদ্ধ থাকায় প্রাণহানির সংখ্যা বেড়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শুক্রবার (০৯ জুলাই) জুস কারখানায় উদ্ধার কাজে অংশ নেয়া ফায়ার সার্ভিসের কর্মীরা এ তথ্য জানান।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দেবাশিষ বর্ধন জানান, কারখানাটির ছয়তলা ভবনের ছাদে ওঠার জন্য দুটি সিঁড়ি রয়েছে, একটি সিঁড়ির ছাদের দরজা বন্ধ ছিল। সিঁড়ি বন্ধ না থাকলে অনেক প্রাণ বাঁচানো যেত।

তিনি আরও বলেন, কারখানার চতুর্থতলা থেকে ছাদে যাওয়ার সিঁড়ি তালাবন্ধ ছিল। আর নিচের দিকে সিঁড়ির ল্যান্ডিংয়ে ছিল ভয়াবহ আগুন। তালাবন্ধ থাকায় উনারা ছাদেও যেতে পারেননি। আর আগুনের কারণে নিচের দিকেও আসতে পারেননি।

ওই ভবনের ধ্বংসস্তূপ থেকে ৪৯ জনের পোড়া মৃতদেহ উদ্ধার করা হয়। আগের রাতে মারা যাওয়া তিনজনসহ নিহতের সংখ্যা বেড়ে ৫২ জন হয়েছে।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top