• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


গোপালগঞ্জে দুই ইন্টার্ন চিকিৎসকের উপর হামলা

গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ১০ জুলাই ২০২১, ১৯:২৩

গোপালগঞ্জে দুই ইন্টার্ন চিকিৎসকের উপর হামলা, গ্রেফতারের দাবীতে অনির্দৃষ্টকালের জন্য কর্মবিরতির ডাক

গোপালগঞ্জে রোগীকে দেখতে দেরী হওয়ায় দুই ইন্টার্ন চিকিৎসকে পিটিয়ে আহত করেছে রোগীর স্বজনরা। এ ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবীতে অনির্দৃষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছে ইন্টার্ন চিকিৎসক পরিষদ।

শুক্রবার (০৯ জুলাই) রাতে ৯টার দিকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হসাপাতালের শেখ হাসিনা চত্বর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, গোপালগঞ্জ শাখার সাধারণ সম্পাদক ডা: হুমায়ূন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আহত দুই চিকিৎসক হলেন, গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হসাপাতালের ইন্টার্ন চিকিৎসক তাহমিদ আঞ্জুম আবীর (২৬) ও তার সহকর্মী মো: আলমগীর হোসাইন (২৬)।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, গোপালগঞ্জ শাখার সাধারণ সম্পাদক ডা: হুমায়ূন কবীর জানান, গত ৭ জুলাই সদর উপজেলার বাজুনিয়া গ্রামের একটি মারামারি ঘটনায় আমিনুল ইসলাম বুলবুল হাসপাতালে ভর্তি হন।

শুক্রবার (০৯ জুলাই) দুপুরে ওই রোগীর স্বজনরা তাকে দেখতে যাবার জন্য আহত চিকিৎসক তাহমিদ আঞ্জুম আবীরকে ডাকেন। কিন্তু আসতে দেরী হলে তার সাথে রোগীর স্বজনদের বাকবিতণ্ডা হয়।

এর জের ধরে রাতে চিকিৎসক তাহমিদ আঞ্জুম আবীর তার সহকর্মী অপর চিকিৎসক মো: আলমগীর হোসাইনকে সাথে নিয়ে রাতের খাবার খেতে হাসপাতালের শেখ হাসিনা চত্বর এলাকায় আসলে আমিনুল ও তার লোকজন তাদের উপর হামলা চালিয়ে বেদম মারধর করে। এসময় তাদের চিৎকারে সহকর্মীরা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাদেরকে গুরুত্ব আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছে ইন্টার্ন চিকিৎসক পরিষদ। এছাড়া বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, গোপালগঞ্জ শাখা এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে দোষীদের গ্রেফতারের দাবী জানায়।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুল ইসলাম জানান, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাসপাতালের পরিবেশ এখন শান্ত। তবে এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ দেয়নি। অভিযোগ দেয়ার জন্য বলা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top