শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

গোপালগঞ্জে করোনা আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু

গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ১০ জুলাই ২০২১, ২২:০৯

গোপালগঞ্জে করোনা আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৬৩ ভাগ

গোপালগঞ্জে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৬৭ জনে। এদিকে গত ২৪ ঘণ্টায় ২২৯ জনের নমুনায় ১৪৫ জন শনাক্ত হয়েছে।

শনাক্তের হার শতকরা ৬৩ ভাগ। এতে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৬ হাজারে। শনিবার (১০ জুলাই) সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা: সুজাত আহম্মেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে করোনা ইউনিটে ওই তিনজন মারা যান। এদের সকলের বাড়ী গোপালগঞ্জ সদর উপজেলার বিভিন্ন গ্রামে।

এদিকে গত ২৪ ঘণ্টায় ২২৯ নমুনায় শনাক্ত হয়েছে ১৪৫ জন। শনাক্তের হার শতকরা ৬৩ ভাগ। এছাড়া জেলায় ২৮ হাজার ৪৩৩ জনের নমুনায় মোট শনাক্ত হয়েছে ৬ হাজার ৭৫ জন। আর সুস্থ হয়েছেন ৪ হাজার ৬০৭ জন।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top