গোপালগঞ্জে শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত
গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ৫ আগষ্ট ২০২১, ২৩:০৭
গোপালগঞ্জে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, ক্রীড়া সংগঠক, বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় শেখ রাসেল উচ্চ বিদ্যালয়ের নির্মিত শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে প্রথমে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
পরে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর ও শেখ রাসেল উচ্চ বিদ্যালয় ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। পরে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে সেখানে আগত সাধারন মানুষের মাঝে দুইশতাধিক গাছের চারা বিতরণ করে জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
এসময় জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহবুব আলী খান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো: মিজানুর রহমান, উপ-পরিচালক মো: সায়াদ উদ্দিন আহম্মেদসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও শেখ রাসেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
এছাড়া এ উপলক্ষে বেলা ১১টায় ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং বিকালে শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে টুঙ্গিপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
১৯৪৯ সালের ৫ আগস্ট গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়ায় জন্মগ্রহণ করেন এবং ১৯৭৫ সালের ১৫ই আগস্টের কালো রাত্রিতে মাত্র ২৬ বছর বয়সে স্বপরিবারের হত্যাযজ্ঞের শিকার হয়ে শাহাদাত বরণ শেখ কামাল।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: গোপালগঞ্জ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।