শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

কোটালীপাড়ায় ৭০ বছরের এক বৃদ্ধাকে অমানবিক নির্যাতন

গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে | প্রকাশিত: ৬ আগষ্ট ২০২১, ০১:২২

কোটালীপাড়ায় ৭০ বছরের এক বৃদ্ধাকে অমানবিক নির্যাতন

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় লক্ষ্মী রাণী বাড়ৈ নামে স্বামী-সন্তানহারা ৭০ বছরের এক বৃদ্ধাকে অমানবিক নির্যাতন করা হয়েছে। লক্ষ্মী রাণী বাড়ৈ বর্তমানে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পলোটানা গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় লক্ষ্মী রাণী বাড়ৈর দেবর সদানন্দ বাড়ৈ বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। লক্ষ্মী রাণী বাড়ৈ পলোটানা গ্রামের মৃত নিত্যানন্দ বাড়ৈর স্ত্রী।

উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় লক্ষ্মী রাণী বাড়ৈ বলেন, আমাদের বাড়ির নগেন্দ্রনাথ বাড়ৈর ছেলে চিন্ময় বাড়ৈ (৩৫) বুধবার আমার রোপনকৃত একটি আম গাছ কেটে ফেলে। এ সময় আমি বাঁধা দিতে গেলে আমাকে বেদম মারধর করে। এছাড়া এই মারধরে ঘটনায় আমি বা আমার পক্ষ থেকে কেউ মামলা করলে আমাকে মেরে ফেলা হবে বলে হুমকি দেয়।

লক্ষ্মী রাণী বাড়ৈর দেবরের ছেলে ছাত্রলীগ নেতা সম্রাট বাড়ৈ বলেন, আমার জেঠা বেঁচে নেই। তার কোন সন্তানও নেই। এর আগেও চিন্ময় বাড়ৈ আমার জেঠি মাকে ৩বার মারধর করেছে। আমরা প্রতিবাদ করতে গেলে চিন্ময় বাড়ৈ আমাদেরকেও জীবননাশের হুমকি দেয়। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে চিন্ময় বাড়ৈর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, লক্ষ্মী রাণী বাড়ৈ উঠানে পড়ে গিয়ে ব্যথা পেয়েছেন। আমি তাকে মারধর করিনি। কোটালীপাড়া থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top