বঙ্গমাতার জন্মদিনে আয়োজন
গোপালগঞ্জে ৮ হাজার পরিবারকে খাদ্য সহায়তা ও দুই শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ দিলো শেখ রাসেল ক্রীড়া চক্র
গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ৯ আগষ্ট ২০২১, ০৪:০৯
মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১-তম জন্মবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলায় ৮ হাজার পরিবার ও ২ হাজার শিক্ষার্থীদের মধ্যে খাদ্যসামগ্রী এবং শিক্ষা উপকরণ বিতরণ করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড। রবিবার (৮ আগস্ট) দিনভর দুই উপজেলার বিভিন্ন স্থানে এসব উপকরণ বিতরণ করা হয়।
রবিবার সকাল থেকে দিনভর শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরে নির্দেশনায় দুই উপজেলার বিভিন্ন স্থানে এসব উপকরণ বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর প্যাকেটে ছিল ১০ কেজি চাল, দুই কেজি আলু, দুই লিটার সয়াবিন তেল এবং এক কেজি করে ডাল ও লবণ। শিক্ষা উপকরণে ছিল দৃষ্টিনন্দন স্কুল ব্যাগের সঙ্গে ছিল ছয়টি খাতা, একটি করে পেন্সিল বক্স, কলম, পেন্সিল, শার্পনার, ইরেজার ও স্কেল।
সকালে কোটালীপাড়া উপজেলার আয়োজন : কোটালীপাড়া উপজেলায় ছয় হাজার প্যাকেট খাদ্যসামগ্রী এবং এক হাজার শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। রবিবার সকাল থেকে শহীদ মিনার চত্বরে জড়ো হতে শুরু করেন উপকারভোগী ব্যক্তিরা। স্বাস্থ্যবিধি মেনে শারীরিক দূরত্ব বজায় রেখে তাঁরা অবস্থান করেন শিল্পকলা একাডেমির সামনের মাঠে। সকাল পৌনে ১১টায় শোকের মাসে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এর আগে সকাল সোয়া ১০টায় দোয়া ও বিশেষ প্রার্থনার আয়োজন হয় কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে। এ সময় উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
টুঙ্গিপাড়া উপজেলার আয়োজন : টুঙ্গিপাড়া উপজেলায় বিতরণ করা হয় দুই হাজার প্যাকেট খাদ্যসামগ্রী এবং এক হাজার শিক্ষা উপকরণ। দুপুরে টুঙ্গিপাড়া হেলিপ্যাড চত্ত্বরে বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের কাছে এসব উপকরণ হস্তান্তর করা হয়। এরপর জাতির পিতা সমাধি সৌধ কমপ্লেক্স মসজিদে জোহর বাদ নামাজের পরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। শেষে জাতির পিতার সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে বিকেল ৩টায় শেখ রাসেল দু:স্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এসময় অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে তুলে দেন দৃষ্টিনন্দন স্কুল ব্যাগসহ শিক্ষা উপকরণ।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: গোপালগঞ্জ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।