রামেকে করোনায় মৃত্যু ২১ জনের
রাজশাহী থেকে | প্রকাশিত: ১০ আগষ্ট ২০২১, ২০:১৫
২৪ ঘণ্টায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও ২১ জনের।
মঙ্গলবার (১০ আগস্ট) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করে জানান, মারা যাওয়া ২১ জনের মধ্যে করোনায় পাঁচ জন আর করোনার উপসর্গ নিয়ে বাকি ১৫ জন মারা গেছেন। বাকি দুই জনের করোনা নেগেটিভ থাকার পরেও তারা শ্বাসকষ্টে মারা যান। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে এই মৃত্যু গুলো হয়।
মৃত ২১ জনের মধ্যে রাজশাহীর ১০ জন, পাবনা ও নওগাঁর চার জন করে, চাঁপাইনবাবগঞ্জের দুই জন এবং নাটোরের একজন রোগী ছিলেন। গত জুলাই মাসে ৫৩৫ জনের মৃত্যু হয়। এর আগে জুন মাসে করোনা ইউনিটে মারা গেছেন ৩৫৪ জন।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: রাজশাহী
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।