কোটালীপাড়ায় অবৈধ ভাবে বালু উত্তোলন করায় জরিমানা

গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে | প্রকাশিত: ১৮ আগষ্ট ২০২১, ২৩:৩৮

কোটালীপাড়ায় অবৈধ ভাবে বালু উত্তোলন করায় বিএনপি নেতার ৫০হাজার টাকা জরিমানা

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় অবৈধ ভাবে বালু উত্তোলন করায় বিএনপি নেতা আবুল বাশার হাওলাদার বাচ্চুকে ৫০হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেরদৌস ওয়াহিদ এ জরিমানা করেন। আবুল বাশার হাওলাদার বাচ্চু উপজেলার চিতশী গ্রামের মৃত আব্দুল বারেক হাওলাদারের ছেলে ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য।

উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেরদৌস ওয়াহিদ বলেন, গত কয়েকদিন ধরে আবুল বাশার হাওলাদার বাচ্চু চিতশী গ্রামের একটি পুকুর থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করে বিক্রি করছিল। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়ে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top