ঈশ্বরদীতে বাঁধ উপচে পানি, ডুবেছে চরাঞ্চল
পাবনার ঈশ্বরদী থেকে | প্রকাশিত: ২০ আগষ্ট ২০২১, ২৩:৫১
ঈশ্বরদীর পদ্মা নদীতে দ্রুত পানি বাড়ছে। ২৪ ঘন্টায় পাকশী হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানি বৃদ্ধি পেয়েছে ৬ সেন্টিমিটার। উজান থেকে আসা পানি উপজেলার সাঁড়া ইউনিয়নের রক্ষা বাঁধ উপচে লোকালয়ে প্রবেশ করায় নদী তীরবর্তী গ্রামবাসীর মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে।
সাঁড়ার কয়েকজন বাসিন্দা জানান, নদীতে প্রচন্ড স্রোত রয়েছে। বুধ ও দুদিনে ইউনিয়নের মাজদিয়া, বড়পাড়া, মোল্লাপাড়া, আড়ামবাড়িয়াসহ নদী নিকটবর্তী গ্রামে পানি ঢুকছে। রক্ষা বাঁধের তিনটি স্পট নিচু হওয়া এবং ব্লক সরে যাওয়ায় সহজেই পানি প্রবেশ করেছে।
ফজলুল হক নামে গ্রামবাসী বলেন, প্রতিদিনই পানির স্রোত ও উচ্চতা বাড়ছে। এরইমধ্যে সাহেবনগর চরের পুরো ফসল মাঠ তলিয়ে গেছে। বাধের উপর দিয়ে পানি আসায় আমরা চিন্তিত।
সাঁড়ার ইউপি চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার বলেন, পদ্মায় এবার পানির তীব্রতা বেশি মনে হচ্ছে। গ্রামবাসীকে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছি। এখনো বাড়িঘরের ক্ষতি হয়নি। শুধুমাত্র চরাঞ্চলের জমি ডুবে গেছে।
পাবনা পানি উন্নয়ন বোর্ডের সহকারী পরিচালক মোশারফ হোসেন জানান, পদ্মায় ১৪ দশমিক ১৭ মিটার পানি প্রবাহিত হচ্ছে। একদিনে ৬ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। বর্তমানে বিপৎসীমার ৮ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। নদীতে আরো পানি বৃদ্ধি পেতে পারে।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।