বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৫০৮ বার কোরআন খতম
গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ২১ আগষ্ট ২০২১, ০৩:২১
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধিতে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে ১৫ দিনব্যাপী ৫’শ ৮ বার কোরআন খতম শেষ হয়েছে। চট্রগ্রাম কাগতিয়া আলিয়া গাউছুল আজম দরবার শরীফের সংগঠন মুনিরিয়া যুব তাবলিগ কমিটি বাংলাদেশের উদ্যোগে এ কোরআন খতমের আয়োজন করা হয়।
শোকের মাস ৬ আগস্ট থেকে বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স মসজিদ, মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলার সকল শাখা এবং পবিত্র মক্কা-মদিনা শরীফসহ আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্যের বিভিন্ন শাখায় একযোগে কোরআন খতম শুরু করা হয়।
পরে ১৫ দিনে এ কোরআন খতম শুক্রবার (২০ আগস্ট)বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স মসজিদে আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্স প্লাজা জামে মসজিদের খতিব ও খাদেম আলহাজ্ব মাওলানা সামিউল ইসলাম নবাব।
শুক্রবার (২০ আগস্ট) কোরআন খতমের শেষ দেনে মুনিরীয়া যুব তবলীগ কমিটির একটি প্রতিনিধি দল টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিতে দোয়া করা হয়। পরে বঙ্গবন্ধু ও পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।
এসময় মুনিরিয়া যুব তাবলিগ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য আলহাজ্ব প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুর, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের সহ-সভাপতি আলহাজ্ব মুহাম্মদ নুরখান, মাওলানা কাজী ইসমাইল, এম আবু কাওছার চৌধুরী, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজ্জামেল হক টুটুল, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ মো: সাইফুল ইসলামসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: গোপালগঞ্জ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।