২১ আগস্ট গ্রেনেড হামলা

গোপালগঞ্জে স্মরণ সভা ও দোয়া মাহফিল

গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ২১ আগষ্ট ২০২১, ২৩:২৩

প্রধানমন্ত্রীর উপর গ্রেনেড হামলার প্রতিবাদে ও শহীদদের স্মরণে গোপালগঞ্জে স্মরণ সভা ও দোয়া মাহফিল

২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে ও শহীদদের স্মরণে গোপালগঞ্জে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং জেলা ছাত্রলীগ আলাদাভাবে এ কর্মসূচীর আয়োজন করে। শনিবার (২১ আগস্ট) সকাল ১১টায় কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তরা বলেন, হাওয়া ভবনে বসে তারেক জিয়া ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুফুজ্জামান বাবর এ গ্রেনেড হামলার পরিকল্প করেছিলো। আল্লাহ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রক্ষা করেছেন। গ্রেনেড হামলাকারীদের দ্রুত শাস্তির দাবী জানান তারা।

পরে আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্য এবং গ্রেনেড হামলায় নিহত শহীদদের রুহের মাগফেরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top