ফুটবল খেলা নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত ২০
গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ২৪ আগষ্ট ২০২১, ২৩:৩৫
গোপালগঞ্জে ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বের জের ধরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ কমপক্ষে ২০জন আহত হয়েছে। এসময় বেশ কয়েকটি বাড়ী-ঘর ভাংচুর করা হয়। সোমবার (২৩ আগস্ট) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত থেমে থেমে সদর উপজেলার ফকিরকান্দি ও ইসলামপাড়ার মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম সংঘর্ষের ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
মারাত্মক আহত পুলিশ সদস্য মনিরুল ইসলামকে উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ: মনিরুল ইসলাম জানান, বেশ কিছু দিন আগে ফুটবল খেলা নিয়ে ফকিরকান্দি ও ইসলামপাড়ার কয়েকজন কিশোরের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে সোমবার সন্ধ্যায় ওই দুই এলাকার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত থেমে থেমে চলা এ সংঘর্ষে উভয় পক্ষে ২০জন আহত হয়। এসময় বেশ কয়েকটি বাড়ী-ঘর ভাংচুর করা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এসময় ডিবি পুলিশের এএসআই মনিরুল ইসলামকে কুপিয়ে মারাত্মক আহত করে সংঘর্ষকারীরা। পরে মারাত্মক আহত পুলিশ সদস্য মনিরুল ইসলামকে উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ও পরে উন্নত চিৎকিসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। বাকী আহতরা বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছে।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: গোপালগঞ্জ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।