গোপালগঞ্জে পথ নাটক “আহারে জীবন" মঞ্চায়িত
গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ২৫ আগষ্ট ২০২১, ০০:৪৫
মহামারি করোনা থেকে সাধারণ মানুষকে সচেতন করতে গোপালগঞ্জে পথ নাটক “আহারে জীবন" মঞ্চায়িত হয়েছে। গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় গোপালগঞ্জ থিয়েটার এ নাটকের আয়োজন করে।
সোমবার (২৩ আগস্ট) সন্ধ্যায় শেখ আব্দুস সবুরের রচনা এবং নির্দেশনায় শহরের লেকপাড়ের মুক্তমঞ্চে এ পথ নাটকের উদ্বোধন করেন গোপালগঞ্জ থিয়েটারের সভাপতি আলী নাঈম খান জিমি। এসময় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সুব্রত সাহা বাপী।
এ পথ নাটকটিতে ঢাকায় চাকুরী করা আনিচের করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ার বিষয়টি তুলে ধরা হয়। নাটকটিতে আনিচ ঢাকায় চাকুরি করেন। দেশে লকডাউন এর জন্য সব অফিস আদালত বন্ধ হয়ে যায়। এই অবস্থায় সে বাড়ি যাবার জন্য প্রস্তুতি নেয় এবং বাগীতে আসার আগের দিন রাতে পরিবারে জন্য কেনা কাটা করতে মার্কেটে যায়।
কিন্তু ভুলক্রমে মাস্ক না পড়ে মার্কেটে গিয়ে সামাজিক দূরত্ব বজায় না রাখায় করোনা আক্রান্ত হয় সে। এসময় সে পরিবারের কথা ভেবে বাড়ীতে না গিয়ে ঢাকায় থাকেন এবং পরে সে মারা যায়। পরে তার মরদেহ বাড়িতে আসলে তার পরিবার ভেঙ্গে পড়ে ও উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অথৈই সাগরে নিমজ্জিত হয়।
নাটকের শেষে সচেতনতামূলক কথা বলা হয়। এ নাটকটি দেখতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ভিড় করে মুক্ত মঞ্চে।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: গোপালগঞ্জ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।