হিলিতে দুটি অভিযানে মাদক দ্রব্য সহ ৪ জন আটক

হিলি থেকে | প্রকাশিত: ২৫ আগষ্ট ২০২১, ২২:৪৫

হিলিতে দুটি অভিযানে মাদক দ্রব্য সহ ৪ জন আটক

দিনাজপুরের হাকিমপুর হিলিতে পুলিশের মাদক বিরোধী পৃথক দুটি অভিযানে ৫২ বোতল ফেন্সিডিল ও ৩৮ বোতল স্কপ সিরাপসহ ৪ জনকে আটক করেছে থানা পুলিশ। বুধবার (২৫ আগস্ট) মধ্যরাতে ৫২ বোতল ফেন্সিডিল ও ৩৮ বোতল স্কপ সিরাপসহ পৌর শহরের ধরন্দা ও স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের পুলিশ আটক করে। বিয়ষটি নিশ্চিত করেছেন হাকিমপুর (হিলি) থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ।

তিনি জানান, সীমান্তবর্তী হাকিমপুর থানা শতভাগ মাদক মুক্ত করতে আমাদের পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, হাকিমপুর পৌর শহরের (ধরন্দা ও স্টেশন) এলাকায় মাদকের বেচাকেনা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে থানার এসআই বেলাল হোসেন, এসআই দীনেশচন্দ্রসহ সঙ্গী ফোর্স নিয়ে ধরন্দা ও স্টেশন এলাকায় পৃথক দুইটি অভিযান পরিচালনা করি।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিগন দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে তাদের আটক করে মাদকদ্রব্য বহনের অপরাধে ৫২ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল ও ৩৮ বোতল স্কপসহ ৪ জনকে হাতেনাতে আটক করি। আত্মকৃত আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এনএফ৭১/এনজেএ/২০২১



বিষয়: হিলি


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top