মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

এএফসি এশিয়ান কাপ বাছাই

ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৫, ২২:০২

ছবি: সংগৃহীত

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ভারতকে হারিয়ে ২২ বছরের দীর্ঘ আক্ষেপ ঘোচালো বাংলাদেশ জাতীয় ফুটবল দল। শেখ মোরসালিনের একমাত্র গোলে ঐতিহাসিক জয় পেয়েছে হামজা-সমিতরা।

 

মঙ্গলবার রাতে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘বি’ গ্রুপের ম্যাচে ভারতকে ১–০ ব্যবধানে হারায় লাল–সবুজের প্রতিনিধিরা। ম্যাচের প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। বার বার ভারতীয় রক্ষণে আক্রমণ শানালেও গোলের দেখা মিলছিল না। অবশেষে দ্বিতীয়ার্ধে মোরসালিনের অসাধারণ ফিনিশিংয়ে গোল পেয়ে উল্লাসে ফেটে পড়ে গ্যালারি।

 

ভারতের বিপক্ষে আন্তর্জাতিক টুর্নামেন্টে বাংলাদেশে সর্বশেষ জয়টি এসেছিল ২০০৩ সালের ১৮ জানুয়ারি, ঢাকাতেই। সেদিন মতিউর রহমান মুন্নার গোল্ডেন গোলে ভারতকে ২-১ ব্যবধানে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল বাংলাদেশ। ঠিক ২২ বছর পর একই ভেন্যুতে আবারও ভারতের বিপক্ষে জয়ের স্বাদ পেল লাল–সবুজ বাহিনী।

 

ম্যাচের শেষ দিকে সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে ভারত। একের পর এক আক্রমণ শানালেও বাংলাদেশ রক্ষণভাগ ও গোলরক্ষকের দৃঢ়তায় গোলের দেখা পায়নি তারা। যোগ করা সময়ের শেষ বাঁশি বাজতেই উল্লাসে মেতে ওঠে পুরো স্টেডিয়াম।

 

এই জয়ের ফলে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে নতুন করে আশা জাগলো বাংলাদেশের। সমর্থকদের মতে, এই জয় শুধু একটি ম্যাচ জয় নয়, বরং দীর্ঘদিনের হতাশা ও আক্ষেপ ঘুচিয়ে নতুন আত্মবিশ্বাসের দুয়ার খুলে দিলো জাতীয় ফুটবলের সামনে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top