মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

পরীমনির সঙ্গে তুলনা করায় ক্ষিপ্ত ডাকসু নেত্রী

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৫, ১৮:৩৩

সংগৃহীত

ধানমণ্ডি ৩২ নম্বরে জবরদস্তি বুলডোজার আনার প্রতিবাদের সময় ডাকসুর কার্যনির্বাহী সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়া পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। পুলিশ বিক্ষোভকারীদের সরাতে সাউন্ড গ্রেনেড ব্যবহার করে, যার কারণে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

এক পর্যায়ে পাশে দাঁড়ানো কেউ বলেন, “পরীমনির মতো ভাইরাল হতে এসেছেন এখানে?” এই মন্তব্য শুনে ক্ষিপ্ত হয়ে রাফিয়া বারবার জানতে চান, কে এই কথা বলেছেন। পুলিশকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আপনাদের কেন মনে হয়েছে আমি পরীমনির মতো ভাইরাল হতে এসেছি?”

ঘটনার পর রাফিয়া তার ফেসবুকে জানান, ভবিষ্যতে তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হবেন না। তিনি বলেন, “জামায়াত, বিএনপি সবেতেই আমি হতাশ। এনসিপির প্রতি আশা ছিল, সেই আশা আস্তে আস্তে নিভতে শুরু করেছে। ‘মন্দের ভালো’ বলে কোনো দলের সঙ্গে আমি যাব না। যত দিন মজলুমের ওপর লাঠিচার্জ হবে, তত দিন আমি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াব।”

তিনি আরও বলেন, “আমার কোনো দল নেই, রাজনৈতিক কোনো স্বার্থ নেই। শুধু অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোই আমার উদ্দেশ্য।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top