কোটালীপাড়ায় নির্ভয় ফিড মিলের ২০হাজার টাকা জরিমানা
গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে | প্রকাশিত: ২৫ আগষ্ট ২০২১, ২৩:১৬
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নির্ভয় ফিড মিলের বৈধ কাগজপত্র না থাকায় ২০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেরদৌস ওয়াহিদ রাধাগঞ্জ ইউনিয়নের ডগলাস বাজারের নির্ভয় ফিড মিলকে এ জরিমানা করেন।
এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ দাশ তার সঙ্গে ছিলেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ দাশ বলেন, নির্ভয় ফিড মিল বৈধ কাগজপত্র ছাড়া পোল্ট্রি ফিড উৎপাদন করার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া যতদিন তারা বৈধ কাগজপত্র সংগ্রহ করতে না পারবে ততদিন পর্যন্ত উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তারা যদি এই নির্দেশনা অমান্য করে তাহলে তাদের বিরুদ্ধে পরবর্তীতে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: গোপালগঞ্জ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।