গোপালগঞ্জের ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ধ্বংস

গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ২৮ আগষ্ট ২০২১, ০৩:০১

গোপালগঞ্জের ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে ধ্বংস

গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করেছে উপজেলা মৎস্য অফিস। শুক্রবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার ভাটিয়াপাড়া বাজারে অভিযান চালিয়ে এসব কারেন্ট জাল জব্দ করা হয়।

উপজেলা মৎস্য অফিস জানায়, ভাটিয়াপাড়া বাজারে অবাধে অবৈধ কারেন্ট জাল বিক্রি করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় চালিয়ে বাজার থেকে কয়েকজন ব্যবসায়ী কাছ থেকে ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসব জালের আনুমানিক বাজার মূল্য ১০ লাখ টাকা।

উপজেলা মৎস্য কর্মকর্তা শাহজাহান সিরাজ অপু জানান, কারেন্ট জাল দিয়ে মাছ ধরার কারণে দেশ দেশীয় প্রজাতির মাছ কমে যাচ্ছে। মাছ রক্ষায় আগামীতেও মৎস্য বিভাগের এ অভিযান অব্যাহত থাকবে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top