পেঁপে চাষে সফল গাইবান্ধার আজাদ
গাইবান্ধার পলাশবাড়ী থেকে | প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২১, ২৩:৫৭
পেঁপে চাষ করে সফল পলাশবাড়ীর আজাদ। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ফল ও সবজি হিসেবে পেঁপে এখন বেশ জনপ্রিয়। শুধু পরিবারের চাহিদা মেটানোর জন্য একসময় বসতবাড়ির উঠানে চাষ করা হতো।
সময়ের ব্যবধানে প্রযুক্তির উৎকর্ষতায় এখন বাণিজ্যিকভাবে চাষ শুরু হয়েছে পেঁপের। পলাশবাড়ী পৌরসভার সিধন গ্রামের ছামাদ মাস্টারের ছেলে আজাদ মন্ডল, মৃত ওমরের ছেলে আইয়ুব মিয়া, মৃত হায়দার আলীর ছেলে দুলা মিয়া, ওমরের ছেলে এমদাদুল মিয়াসহ অনেকেই বর্তমানে পেঁপে চাষে সফল। ৫ সেপ্টেম্বর রোববার তাদের বাগানে গিয়ে দেখা গেছে সারি সারি পেঁপে গাছ। প্রতিটি গাছে ঝুলে আছে অসংখ্য পেঁপে। বর্তমানে প্রতিনিয়ত পেঁপে তুলে বাজারে বিক্রি করছেন।
সফল পেঁপে চাষি আব্দুস ছামাদ মাস্টারের ছেলে আজাদ জানান, ৫ বিঘা জমিতে ২ লাখ ১০ হাজার টাকা বিনিয়োগ করেন। বর্তমানে সাড়ে ৩ লাখ টাকার পেঁপে এ পর্যন্ত বিক্রি করেছেন। প্রতিদিন তার বাগান থেকে ঢাকা, চট্টগ্রাম, বগুড়া,রংপুর ও গাইবান্ধা সদরসহ দেশের দুর দুরান্ত থেকে পাইকাররা পাকা এবং কাঁচা পেঁপে ক্রয়ের আসে। এর পাশাপাশি সাথী ফসল হিসেবে পিয়াজ ছিল। পিয়াজেরও বাম্পার ফলন হয়েছিল।
এ গ্রামের পেঁপে চাষি আজাদসহ আইয়ুব, দুলা মিয়া, এমদাদুল বলেন, আমাদের বাগানের পেঁপের চাহিদা ভালো থাকায় বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা ছুটে আসছেন। এখান থেকে পেঁপে কিনে বগুড়া,রংপুরসহ ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছেন।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: গাইবান্ধা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।