কোটালীপাড়ায় নদী সংরক্ষণ শীর্ষক উদ্বুদ্ধকরণ ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ

গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে | প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৫

কোটালীপাড়ায় নদী সংরক্ষণ শীর্ষক উদ্বুদ্ধকরণ ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নদী সংরক্ষণ শীর্ষক উদ্বুদ্ধকরণ ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ হলরুমে জাতীয় নদী রক্ষা কমিশনের আয়োজনে ও কোটালীপাড়া উপজেলা নদী রক্ষা কমিটির সহযোগিতায় দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

জাতীয় নদী রক্ষা কমিশনের প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব ইকরামুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণটির উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে কোটালীপাড়া থানার ওসি মোঃ আমিনুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক হাওলাদার, লক্ষ্মী সরকার, উপজেলা কৃষি অফিসার নিটুল রায়, প্যানেল মেয়র মিজানুর রহমান মিঠু বক্তব্য রাখেন।

প্রশিক্ষণে জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা, সাংবাদিক ও সরকারি বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top