কোটালীপাড়ায় তাল ও খেজুর চারা রোপন

গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে | প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২১, ২২:৩৬

কোটালীপাড়ায় তাল ও খেজুর চারা রোপন

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বজ্রপাত প্রতিরোধে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে তাল ও খেজুর গাছের চারা রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বুধবার বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে সাদুল্লাপুর ইউনিয়নের পাখরপাড়-লখন্ডা সড়কে তাল ও খেজুর চারা রোপনের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ।

এ সময় উপজেলা কৃষি অফিসার নিটুল রায়, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতিকুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ জসিম উদ্দিন, সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হরগোবিন্দ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক প্রশান্ত বাড়ৈ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিসার নিটুল রায় বলেন, বর্তমানে দেশে বজ্রপাতের প্রকোপ বেড়ে গেছে। তাল ও খেজুর গাছ এই বজ্রপাত প্রতিরোধ করে। তাই জনসাধারণকে তাল ও খেজুর চারা রোপণে উদ্বুদ্ধ করতে সরকার এ কর্মসূচি হাতে নিয়েছে। এই কর্মসূচির আওয়তায় আমরা সাদুল্লাপুর ইউনিয়নের পাখরপাড়-লখন্ডা সড়কের দু’পাশে ৫শতাধিক তাল ও খেজুর চারা রোপণ করেছি।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top