গোপালগঞ্জে বিদ্যালয় খুলতে প্রস্তুত কর্তৃপক্ষ, চলছে পরিষ্কার পরিছন্নতার কাজ

গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২১, ২২:৫৮

গোপালগঞ্জে বিদ্যালয় খুলতে প্রস্তুত কর্তৃপক্ষ, চলছে পরিষ্কার পরিছন্নতার কাজ

১২ সেপ্টেম্বর থেকে খুলে দেয়া হবে স্কুল এমন ঘোষণার পর সরকারি নির্দেশনা মোতাবেক গোপালগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষা কার্যক্রম শুরু করতে প্রস্তুতি নিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। 

শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকালে শহরের বেশ কয়েকটি স্কুলে গিয়ে দেখা গেছে, করোনা সংক্রমণের পর থেকে প্রায় দেড়’ বছর বন্ধ রয়েছে সারা দেশের মত গোপালগঞ্জ জেলার ১২’শ এর বেশি শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘ দিন বন্ধ থাকায় এসব বিদ্যালয়ের শ্রেণি কক্ষের বেঞ্চ, চেয়ার, টেবিল, ব্লাকবোর্ড, অফিস রুম ও খেলার মাঠসহ বিভিন্ন জায়গায় জমেছে ধুলাবালি ও আবর্জনার স্তূপ। 

১২ সেপ্টেম্বর থেকে দেশের সকল স্কুল কলেজ খোলার ঘোষণা দেয়ার পর থেকে জেলার ৮৬২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২০৩টি মাধ্যমিক ও ৮৯টি মাদ্রাসা ও শতাধিক কিন্ডারগার্ডেন স্কুলে শুরু হয়েছে পরিষ্কার পরিছন্নতার কাজ।

শিক্ষার্থীদের শরীরের তাপমাত্রা ও অক্সিজেন লেভেল পরীক্ষা এবং সাবান দিয়ে হাত ধুয়ে প্রবেশ করতে হবে শ্রেণীকক্ষে। এছাড়া হঠাৎ কোন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়ার জন্য প্রতিটি বিদ্যালয়ে একটি করে চিকিৎসা কক্ষ প্রস্তুত রাখা হয়েছে। জোর দেয়া হচ্ছে মাস্ক পরা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার ও হাত ধোয়ার ওপর। স্বাস্থ্য সুরক্ষায় সাবান ও পানির সরবরাহ নিশ্চিত করার চেষ্টাও চলছে স্কুলগুলোতে।

অনেকটা উৎসবের আমেজে স্ব-স্ব বিদ্যালয়ের পক্ষ থেকে এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করা হচ্ছে। দীর্ঘদিন পর স্কুল খোলায় খুশি শিক্ষার্থীরা। আগের মতোই স্কুলে এসে সরাসরি ক্লাস করে লেখাপড়ার যে ক্ষতি হয়েছে তা কিছুটা হলেও পুষিয়ে নিতে পারবে শিক্ষার্থীরা।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top