মমেকে ২৪ ঘণ্টা মৃত্যু হয়েছে ৪ জনের
ময়মনসিংহ থেকে | প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২১, ২১:২০
২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যু হয়েছে আরও চারজনের। এদের মধ্যে দুইজন করোনায় আক্রান্ত হয়ে ও দুইজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মহিউদ্দিন খান মুন জানান, আইসিউতে আটজনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট চিকিৎসাধীন আছেন ১০৪ জন। নতুন ভর্তি হয়েছেন ১৮ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন।
এদিকে, জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও এন্টিজেন টেস্টে ২৮০টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ২৩ জনের। জেলায় শনাক্তের হার ৮ দশমিক ২২ শতাংশ।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: ময়মনসিংহ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।