কোটালীপাড়ায় শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক ওরিয়েন্টেশন কর্মশালা
মুনাজ | প্রকাশিত: ২ অক্টোবর ২০২১, ২৩:২৬
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) প্রথম সংশোধনী শীর্ষক প্রকল্পের আওতায় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে নিয়ে দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ অক্টোবর) জেলা তথ্য অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে পৌর মেয়র হাজী মোঃ কামাল হোসেন শেখ, জেলা তথ্য অফিসার মঈনুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মনিন্দ্রনাথ হালদার, খোকন চন্দ্র বালা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী, সাংবাদিক গৌরাঙ্গ লাল দাস, ইউপি সদস্য স্বপ্না আক্তার মিনি বক্তব্য রাখেন। কর্মশালায় বিভিন্ন শ্রেণি পেশার নেতৃস্থানীয় ৩০জন ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
এনএফ৭১/এমএ/২০২১
বিষয়: কোটালীপাড়া গোপালগঞ্জ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।