কোটালীপাড়ায় গ্রামীণ অবকাঠামো প্রকল্পের সভা
কোটালীপাড়া থেকে | প্রকাশিত: ৩ অক্টোবর ২০২১, ২৩:৪৫
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জলবায়ু সহনশীল গ্রামীণ অবকাঠামো প্রকল্প (সিআরআরআইপি) এর অংশগ্রহণমূলক গ্রামীণ সমীক্ষা শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩ অক্টোবর) স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে আমতলী ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হান্নান শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা প্রকৌশল অধিদপ্তরের এলসিএস মোঃ জসিম উদ্দিন, সিও মানবেন্দ্রনাথ সরকার, ইউপি সচিব সুজয় সাহা, ইউপি সদস্য স্বপ্না আক্তার মিনি, লিয়াকত হোসেন, কাকন মৃধা, বিভাষ বিশ্বাস, আলমগীর হোসেন শাহ্, আব্দুল আজিজ ও যুবলীগ নেতা নাজমুল শেখ বক্তব্য রাখেন।
সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সকল সদস্যবৃন্দ, ইউপি সচিব, শিক্ষক, এনজিও কর্মী, কৃষকসহ বিভিন্ন শ্রেণি পেশার ২৭জন ব্যক্তি অংশগ্রহণ করেন।
এনএফ৭১/এমএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।