হাকিমপুরে নৌকার মনোনয়ন পেতে মরিয়া ১৭ নেতাকর্মী
হিলি | প্রকাশিত: ৬ অক্টোবর ২০২১, ২৩:২০
হিলি সীমান্তবর্তী হাকিমপুর উপজেলার তিনটি (আলীহাট,খট্টামাধবপাড়া, বোয়ালদাড়) ইউনিয়নের দ্বিতীয় ধাপের নির্বাচনে নৌকা পেতে মরিয়া হয়ে উঠেছে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় বিভিন্ন স্তরের ১৭ নেতাকর্মী। ইতিমধ্যে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভাও অনুষ্ঠিত হয়েছে, যেখানে দেখা গেছে নতুন-পুরাতুন মিলে কয়েক ডজন প্রার্থীর মুখ।
১নং খট্টামাধবপাড়া ইউনিয়নের ৫ জন নৌকার জন্য লড়াই করছেন। এদের মধ্যে হলো নৌকা নিয়ে লড়াই করে বিজয়ী হওয়া বর্তমান চেয়ারম্যান মোখলেছুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কাওছার রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক,সহ-সভাপতি আজিজার রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য হরুন উর রশিদ।
২নং বোয়ালদাড় ইউনিয়নেও ৫ জন নৌকা পাবার জন্য মরিয়া হয়ে উঠেছে। এদের মধ্যে গেলো নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে লড়াই করা প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সদরুল ইসলাম, সাধারণ সম্পাদক রাসেল আলী খান, আওয়ামীলীগ নেতা আশরাফুল ইসলাম (ডাবলু), আওয়ামীলীগ নেতা আব্দুল হান্নান।
এদিকে ৩নং আলিহাট ইউনিয়নের চিত্র ব্যতিক্রম, নৌকা মনোনয়ন প্রত্যাশী এই ইউনিয়নে ৭ জন। এদের মধ্যে রয়েছেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগ নেতা ও বতমান চেয়ারম্যান গোলাম রসুল (বাবু), আওয়ামীলীগ নেতা সাজ্জাদুজামান (সাহেব) উপজেলা ছাত্রলীগের সভাপতি শ্রী সুমন মন্ডল, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম (রভি)।
মনোনয়ন প্রত্যাশী সকলের তালিকা পাঠানো হয়েছে কেন্দ্রে বলে জানান উপজেলা আওয়ামী লীগের ভার-প্রাপ্ত সভাপতি ইমদাদুল হক চৌধুরী। এদিকে ১৭ প্রাথীই নৌকার টিকিট নিতে বর্তমানে ঢাকাতে অবস্হান করছেন।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: হিলি
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।