ফের মার্কিন সিনেটর নির্বাচিত হলেন কিশোরগঞ্জের চন্দন
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৬ নভেম্বর ২০২০, ০১:১৬

নিজস্ব প্রতিবেদক:
দেশের মুখ উজ্জল করে মার্কিন নির্বাচনে দ্বিতীয় বারের মতো সিনেটর পদে নির্বাচিত হলেন বংলাদেশের কিশোরগঞ্জের ছেলে শেখ মোজাহিদুর রহমান চন্দন। বুধবার (৪ নভেম্বর) দুপুরের দিকে তাকে বিজয়ী ঘোষণা করে জর্জিয়া নির্বাচন বোর্ড। তিনি ডেমোক্রেট দলের হয়ে জর্জিয়া অঙ্গরাজ্যের নরক্রস, লিলবার্ন ও লরেন্সভিল নিয়ে গঠিত ডিস্ট্রিক্ট-৫ আসন থেকে নির্বাচনে অংশ নিয়ে ছিলেন বলে জানানো হয় গণমাধ্যম গুলোতে।
এবারে তার নির্বাচনী এলাকায় ভোটার ছিলো মোট ১৪ হাজার ৯০৪ জন। এরমাঝে অল্প সংখ্যক প্রবাসি বাঙালী থাকলেও বেশির ভাগই আমেরিকান নাগরিক। এর আগে ২০১৮ সালে এই আসন থেকেই তিনি প্রথমবার সিনেটর নির্বাচিত হন।
তিনি ১৯৫৫ সালে কিশোরগঞ্জের বাজিতপুর থানার সরারচর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম আলহাজ মো. নজিবুর রহমান এবং মা সৈয়দা হাজেরা খাতুন।
তিনি দ্বিতীয় বারের মত সিনেটর পদের জন্য নির্বাচিত হওয়ায় দেশে তার পরিবার সহ এলাকাবাসিরা অনেক আনন্দ প্রকাশ করেছেন।
এদিকে, নির্বাচিত হবার পর সিনেটর চন্দন তার প্রতিক্রিয়ায় সকল প্রবাসী ও বাংলাদেশের প্রতিটি মানুষের প্রতি গভীর কৃতজ্ঞতা এবং ধন্যবাদ প্রকাশ করেন।
এনএফ৭১/আরওয়াই/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।