কোটালীপাড়ায় দেশী মাছ ও শামুক সংরক্ষণে সভা
গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে | প্রকাশিত: ২২ অক্টোবর ২০২১, ০৩:১৯
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দেশী প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের অর্থায়নে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উদ্বুদ্ধকরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ।
এছাড়া জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: মিলন, দেশী প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের সহকারী পরিচালক মো: মনিরুল ইসলাম, মনিটরিং কর্মকর্তা আসলাম হোসেন শেখ, উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আনিসুর রহমান প্রধান, গোপালগঞ্জ জেলা মৎস্য সমিতির সভাপতি মো: জাহাঙ্গীর হোসেন, সাংবাদিক এইচ এম মেহেদী হাসানাত বক্তব্য রাখেন।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: কোটালীপাড়া
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।