২০২২ সালে চালু হবে ঢাকা-কক্সবাজার ট্রেন চলাচল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ অক্টোবর ২০২১, ২২:২২

২০২২ সালে চালু হবে ঢাকা-কক্সবাজার ট্রেন চলাচল

২০২২ সাল থেকেই ঢাকা থেকে ট্রেনে করে যাওয়া যাবে দেশের পর্যটন আকর্ষনের প্রধান শহর কক্সবাজারে। কক্সবাজারের দোহাজারী- কক্সবাজার রেললাইন প্রকল্পের প্রকল্প পরিচালক মফিজুর রহমান বিষয়টি জানিয়েছেন।

স্বাধীনতার প্রায় ৫০ বছর পরও দেশের প্রধান পর্যটন শহরে সড়কপথ এবং আকাশপথে যাতায়াত সুবিধা থাকলেও ছিলো না রেলপথে যাতায়াতের কোনো সুযোগ। সেই সুবিধা বাস্তবায়ন করতেই ২০১৬ সালে শুরু হয় রেলপথ তৈরির প্রক্রিয়া। প্রায় ১৯ হাজার কোটি টাকা ব্যয়ে সম্পন্ন হয়েছে দোহাজারী কক্সবাজার রেললাইনের প্রায় ৭০ শতাংশ কাজ।

প্রকল্প পরিচালক মফিজুর রহমান জানান, 'ডিসেম্বরের মধ্যেই প্রকল্পের কাজ শতভাগ সম্পন্ন করতে নির্দেশনা দিয়েছেন রেলমন্ত্রী। বর্তমানে প্রকল্পের প্রায় ৭০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত ৯টি স্টেশনের শেষ পর্যায়ে রয়েছে মধ্যে ৭টি স্টেশনের নির্মাণ। এছাড়া, কক্সবাজারের নির্মাণাধীন আইকনিক রেলওয়ে স্টেশন নির্মাণের কাজও অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে।'

তিনি আরও জানান, 'দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন স্থাপন করতে নির্মাণ করা হয়েছে ৩৯টি রেল ব্রিজ, ১৪৫টি কালভার্ট, বিভিন্ন শ্রেণির ৯৬টি লেভেল ক্রসিং। এই রেললাইন এখন আর কল্পনা নয়, দৃশ্যমান বাস্তবতা।'

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top