মমেকে করোনার উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৩ জনের
ময়মনসিংহ থেকে | প্রকাশিত: ১০ নভেম্বর ২০২১, ০৬:০৬
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় করোনার উপসর্গে মারা গেছেন তিনজন। তবে, এ সময়ে করোনায় কেউ মারা যাননি। মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুর ২টার দিকে ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এতথ্য নিশ্চিত করেন।
মৃতরা হলেন- ময়মনসিংহের মুক্তাগাছার জমিলা বেগম (৭০), তাসলিমা খাতুন (৪৮) ও টাঙ্গাইলের জিতেন্দ্র (১০০)। হাসপাতাল সূত্র জানা যায়, আইসিইউতে তিনজনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট চিকিৎসাধীন আছেন ৩৮ জন। করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন আটজন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পাঁচজন।
ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ৮৩টি নমুনা পরীক্ষায় কেউ করোনা শনাক্ত হননি।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।