মমেকে করোনার উপসর্গে মৃত্যু হয়েছে ৩ জনের
ময়মনসিংহ থেকে | প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২১, ০১:১৯
২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে করোনা উপসর্গে মৃত্যু হয়েছে ৩ জনের। এদরে মধ্যে করোনায় একজন ও করোনা উপসর্গে আক্রান্ত হয়ে দুইজন মারা যায়। শুক্রবার (১২ নভেম্বর) সকালে ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।
ডা. মহিউদ্দিন খান মুন বলেন, আইসিইউতে ২ জনসহ হাসপাতালের করোনা ইউনিটের মোট চিকিৎসাধীন আছেন ৩৮ জন। এসময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ জন।
এদিকে মৃতরা হলেন, গাজীপুর কাপাশিয়ার আব্দুল মালেক (৬০), ময়মনসিংহের ত্রিশালের নুরুন্নাহার (৪০) ও জামালপুর মাদারগঞ্জের মোমেনা বেগম (৫৫)।
ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও এন্টিজেন টেস্টে ৭২টি নমুনা পরীক্ষায় কেউ করোনা শনাক্ত হয়নি।
এনএফ৭১/এমএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।