কোটালীপাড়ায় শিখন কেন্দ্রের উদ্বোধন

গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে | প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২১, ০৬:২২

কোটালীপাড়ায় শিখন কেন্দ্রের উদ্বোধন

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন কর্মসূচি (পিইডিপি-৪) এর আওতায় শিখন কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

বুধবার উপজেলার ভূয়ারপাড়া শান্তি কুটিরে স্বদেশ উন্নয়ন সংস্থার আয়োজনে এবং প্রভাতী সেবা সংস্থা ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহযোগিতায় এ শিখন কেন্দ্রের উদ্বোধন করা হয়। পৌর মেয়র হাজী মোঃ কামাল হোসেন শেখ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এ শিখন কেন্দ্রের উদ্বোধন করেন।

উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত শিখন কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক শুভ বনিক, উপজেলা শিক্ষা অফিসার অরুন চন্দ্র ঢালী, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাফেজা বেগম, আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন কর্মসূচির উপজেলা প্রোগ্রাম ম্যানেজার মিজানুর রহমান তাঁজ(বুলবুল) বক্তব্য রাখেন।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top