ভোটগ্রহণ শেষ, গণনা শুরু!

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২১, ০৬:০৬

ভোটগ্রহণ শেষ, গণনা শুরু!

রবিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় চতুর্থ ধাপে ৮৩৮টি ইউনিয়ন পরিষদ ও তিনটি পৌরসভা নির্বাচন। এখন চলছে গণনা।

চতুর্থ ধাপে ৩৮টি ইউনিয়ন পরিষদ ও তিন পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে। বাকি ইউপিতে ভোটগ্রহণ হয়েছে ব্যালট পেপারের মাধ্যমে। একইসঙ্গে নির্বাচনের সার্বিক পরিস্থিতির লক্ষ্যে মনিটরিং সেল গঠন করা হয়েছে।

এদিকে, পটুয়াখালীর কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া সাইক্লোন সেল্টার সেন্টারে ভোট দিতে যাওয়ার পথে প্রতিপক্ষের হামলায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর (আনারস) তিন সমর্থক আহত হয়েছে। আহত মুসা হাওলাদার, সজিব হাওলাদার ও সাখাওয়াত হোসনকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top