তীব্র শীতে কাপঁছে উত্তরাঞ্চল
দিনাজপুর থেকে | প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২১, ০২:১১
তীব্র শীতে কাপঁছে বাংলাদেশের উত্তরাঞ্চল। এই শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ। শীতের তীব্রতার কারণে অনেকেই কর্মহীন দিন কাটাচ্ছেন।
সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করে দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা তোফাজ্জাল হোসেন জানান, দিনাজপুরে সকাল ৬ টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ৮৯ শতাংশ, বাতাসের গতিবেগ ঘন্টায় ৩-৪ কিলোমিটার। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটি ঘণ্টায় ৮-১২ কিলোমিটার পযর্ন্ত উন্নীত হয়েছে।
এছাড়াও সৈয়দপুর ১১.২, রাজারহাট ১০, রংপুর ১২.৮. ডিমলা ১০.৬ রাজশাহী ১২.৫, বদলগাছি ১১০.৮,যশোর ১৪.২, শ্রীমঙ্গল ১০.২, চুয়াডাঙ্গায় ১৪.৭, শ্রীমঙ্গলে ১০.২, ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেতুলিয়ায় ৮.৬ ডিগ্রি সেলসিয়াস।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।