ঘন কুয়াশায় কারণে দিনাজপুরে দুর্ঘটনা বৃদ্ধি
দিনাজপুরের ঘোড়াঘাট থেকে | প্রকাশিত: ৬ জানুয়ারী ২০২২, ০৩:৪০
ঘন কুয়াশার কারণে নতুন বছরের শুরুতে দিনাজপুরের বিভিন্ন উপজেলায় পরপর কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। ২ জানুয়ারি রবিবার জেলার বীরগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিন স্কুল ছাত্রের মৃত্যু হয়। একই দিনে বিরামপুর মহাসড়কে দুর্ঘটনায় মারা যান এক সবজি ব্যবসায়ী।
মঙ্গলবার ৪ জানুয়ারি ভোর রাতে জেলার ঘোড়াঘাটে মুখোমুখি সংঘর্ষ হয়েছে দুই ট্রাকের। তবে এ দুর্ঘটনায় কেউ মারা যায় নি। সড়ক দুর্ঘটনা এড়াতে দিনের বেলাতেও কুয়াশার মাঝে হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে ছোট-বড় সকল যানবাহন। কুয়াশা আর কনকনে ঠাণ্ডার কারণে দুর্ঘটনা ঘটছে বলে দাবি করেছেন দুর্ঘটনার কবলে পড়া গাড়ি চালকরা।
ঘোড়াঘাটে মুখোমুখি সংঘর্ষ হওয়া দুটি ট্রাকের একটির চালক লিটন হোসেন বলেন, ভোর রাতে এখানে আমার ট্রাকের সঙ্গে আর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। আমাদের তেমন কোনো শারীরিক ক্ষতি হয়নি, তবে দুই ট্রাকের অনেক ক্ষতি হয়েছে। ভোরের দিকে কুয়াশা ছিল, সামনে বেশি দূর পর্যন্ত দেখা যায়নি। কুয়াশার কারণে গাড়ির গতিও বেশি ছিল না, তাই প্রাণে বেঁচে গেছি।
এনএফ৭১/এনজেএ/২০২২
বিষয়: দিনাজপুর
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।