গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নিহত ২

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২২ নভেম্বর ২০২০, ১৬:২৯

গাজীপুর থেকে:

গাজীপুরের জয়দেবপুর ও সালনা এলাকায় ট্রেনে কাটা পড়ে দু’জন নিহত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ময়মনসিংহের গফরগাঁও থানার শোলাশিয়া এলাকার সিরাজ উদ্দিনের ছেলে জামাল উদ্দিন (৫০) ও বগুড়ার সোনাতলা থানার মরিসরন এলাকার ফজলু আকন্দের ছেলে বিপ্লব (২৫)।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের উপ-সহকারী পরিদর্শক (এসআই) মো. আব্দুল মান্নান জানান, শনিবার রাতে বিপ্লব সালনা এলাকায় ঢাকা-রাজশাহী রেল লাইন পারাপারের সময় ট্রেনের নিচে কাটা পড়ে মারা যায়। পরে খবর পেয়ে পুলিশ রাত ১০টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করে।

অপরদিকে সন্ধ্যার সময় সবজি বিক্রেতা জামাল উদ্দিন জয়দেবপুর রেলগেট এলাকায় রেললাইন পার হওয়ার সময় ডেমু ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি চাচাতো ভাইয়ের সঙ্গে দেখা করতে গাজীপুরে আসছিলেন বলে জানা গেছে।

এনএফ৭১/এবিআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top