চলছে টাঙ্গাইল-৭ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ
টাঙ্গাইল থেকে | প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০২২, ২৩:৫৭
ভোটগ্রহণ চলছে টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের। রবিবার সকাল ৮টা থেকে একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়নের ১২১টি কেন্দ্রে চলছে ভোটগ্রহণ।
এ উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খান আহমেদ শুভ (নৌকা), জাতীয় পার্টির জহিরুল ইসলাম (লাঙ্গল), বাংলাদেশ কংগ্রেস পার্টির রুপা রায় চৌধুরী (ডাব), ওয়ার্কার্স পার্টির গোলাম নওজব পাওয়ার চৌধুরী (হাতুরী), স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম (মোটর গাড়ি)। তথ্য অনুযায়ী, এ উপজেলায় ভোটার রয়েছেন তিন লাখ ৪০ হাজার ৩৭৯ জন। এদিকে, ১৬ নভেম্বর এ আসনের সংসদ সদস্য টানা চারবারের এমপি মো. একাব্বর হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ভ্রাম্যমাণ আদালত, র্যাব, পুলিশ, বিজিবি ও আনসারসহ বিপুল সংখ্যক নিরাপত্তাকর্মী দায়িত্ব পালন করছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতিও বাড়ছে। এখন পর্যন্ত কোনো অপ্রিতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এনএফ৭১/এনজেএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।