আলোচনার আহ্বানে ময়মনসিংহের পরিবহন ধর্মঘট প্রত্যাহার
ময়মনসিংহ থেকে | প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০২২, ০২:০০
গাজীপুরের সালনা থেকে টঙ্গী পর্যন্ত সড়ক মেরামতের কাজ দ্রুত শেষ করার আশ্বাসের পর প্রত্যাহার করা হয়েছে ময়মনসিংহ বিভাগের ৪ জেলার পরিবহণ ধর্মঘট।
রবিবার (১৬ জানুয়ারি) সকাল ১১টার দিকে ময়মনসিংহ জিলা মোটর মালিক সমিতির মহাসচিব মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, 'যোগাযোগ সচিবের অনুরোধ ও আশ্বাসের প্রেক্ষিতে এবং বিভাগীয় কমিশনার বুধবার (২৬ জানুয়ারি) আলোচনা আহ্বান জানিয়েছেন। এরই কারণে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে'। এর আগে, একই দিন সকাল ৬টা থেকে বন্ধ ছিল ময়মনসিংহ, নেত্রকেনা, জামালপুর ও শেরপুর থেকে ঢাকাগামী সব বাস যাতায়াত। ফলে অনেক যাত্রী বাসটার্মিনালে এসে ফিরে যান।
এর আগে, গাজীপুরের সালনা থেকে টঙ্গী পর্যন্ত রাস্তার উন্নয়ন কাজে দ্রুত শেষ করার দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী ময়মনসিংহ বিভাগ থেকে ঢাকাগামী সব গণপরিবহন বন্ধ ঘোষণা করেন ময়মনসিংহ জিলা মোটর মালিক সমিতি ও দি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
এনএফ৭১/এনজেএ/২০২২
বিষয়: ময়মনসিংহ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।