মহুয়া এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ জানুয়ারী ২০২২, ০২:১৬

গাজীপুরে লাইনচ্যুত হয়েছে ময়মনসিংহগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও দুটি বগি। এ সময় তাড়াহুড়ো করে নামতে গিয়ে আহত হয়েছেন কয়েকজন যাত্রী।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) গাজীপুরের শ্রীপুরের কাওরাইদ রেল স্টেশনে ঢাকা থেকে ময়মনসিংহগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের দুটো চাকা ও দুটি বগি লাইনচ্যুত হয়। শ্রীপুর রেলস্টশন মাস্টার হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করে জানান, ঢাকা থেকে নেত্রকোনার মোহনগঞ্জগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনটি বেলা ১১টা ১২ মিনিটে শ্রীপুর স্টেশন ত্যাগ করে। ট্রেনটি কাওরাইদ স্টেশনে পৌঁছার আগেই ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়।
তিনি আরও জানান, কাওরাইদ রেললাইন স্টেশন এলাকায় কাজ চলছিল রেল লাইন মেরামতের। মেরামতকারীরা (গ্যাং সদস্যরা) লাইনের নিচে কাঠের সরিয়ে ফেলে। এ সময় বিষয়টি কাওরাইদ স্টেশন মাস্টারকে অবহিত করেননি তারা। ওদিকে মহুয়া এক্সপ্রেস ট্রেনটিকে দুই নাম্বার লাইনে প্রবেশের অনুমতি দেয় স্টেশন কর্মরত মাস্টার। পরে ট্রেনটি স্টেশনের প্রবেশের আগেই লাইনচ্যুত হয়ে পড়ে একটি ইঞ্জিন ও দুটি বগি।
এতে তাড়াহুড়ো করে নামতে গিয়ে কয়েকজন সামান্য আহত হয়েছে। রেল স্টেশনের এক নাম্বার লাইনে যানচলাচল স্বাভাবিক আছে।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।