পাসপোর্ট ধারী এক যাত্রীর পরীক্ষায় করোনা সনাক্ত

মুনাজ | প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০২২, ০৮:৩৯

পাসপোর্ট ধারী এক যাত্রীর পরীক্ষায় করোনা সনাক্ত

ভারত থেকে আসা পাসপোর্ট ধারী এক যাত্রী হিলি চেকপোস্টে পরীক্ষার পর তার শরীরে করোনার ভাইরাস সনাক্ত হয়েছে। তবে ভারতীয় সনদে ঐ যাত্রীর করোনা নেগেটিভ ছিলো। উক্ত ব্যক্তি নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার চকদেউলা গ্রামের ভবানি চরণের ছেলে নয়ন কুমার (৩৪)।

শুক্রবার (২১ জানুয়ারি) বিকেলে মাকে নিয়ে ভারত থেকে হিলি চেকপোস্ট দিয়ে দেশে প্রবেশ করেন তিনি।

হিলি হাসপাতালের স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা শ্যামল কুমার দাস বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ভারতে চিকিৎসা শেষ করে আজ শুক্রবার মাকে সাথে করে হিলি ইমিগ্রেশন দিয়ে দেশে ফেরত আসেন তারা। নিয়মমাফিক তাদের মা ও ছেলেকে করোনা পরীক্ষা করা হয়। তাতে ছেলে নয়ন কুমার করোনা পজেটিভ ও মার নেগেটিভ আসে। করোনা পরীক্ষার পর মা ও ছেলেকে হিলি হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে।

এবিষয়ে হাকিমপুর (হিলি) উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ আলম বলেন, ভারত ফেরত একজন পাসপোর্ট যাত্রী করোনা পজেটিভ হয়েছে। সাথে ঐযাত্রীর মাও ছিলো, তাদের দুই জনকে আইসোলেশনে রাখা হয়েছে। ভারত থেকে আসা যাত্রীদের এই ইমিগ্রেশনে করোনা পরীক্ষা করানো হচ্ছে। এছাড়াও আমরা সরকারি বিধিনিষেধ অনুযায়ী কাজ করে যাচ্ছি।

এনএফ৭১/এমএ/২০২২

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top