১০হাজার মুমূর্ষু রোগীকে রক্ত সংগ্রহ করে দিয়েছে কোটালীপাড়া ব্লাড ব্যাংক

গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে | প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী ২০২২, ০৫:৪০

৭বছরে ১০হাজার মুমূর্ষু রোগীকে রক্ত সংগ্রহ করে দিয়েছে কোটালীপাড়া ব্লাড ব্যাংক

৭বছরে ১০হাজার মুমূর্ষু রোগীকে রক্ত সংগ্রহ করে দিয়েছে কোটালীপাড়া ব্লাড ব্যাংক। সংগঠনটির সপ্তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এমনটিই জানিয়েছেন অনলাইন এই ব্লাড ব্যাংকের এডমিন কামরুল ইসলাম দিপু।

তিনি বলেন, আজ থেকে ৭বছর আগে এমন একটি দিনে আমাদের এই অনলাইন ব্লাড ব্যাংক যাত্রা শুরু করেছিল। দীর্ঘ এই ৭বছরে আমরা প্রায় ১০হাজার মুমূর্ষু রোগীকে বিনামূল্যে রক্ত সংগ্রহ করে দিয়েছি। শুক্রবার বিকেলে পৌর মার্কেট চত্ত্বরে কোটালীপাড়া ব্লাড ব্যাংকের সপ্তম বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কোটালীপাড়া ব্লাড ব্যাংকের এডমিন কামরুল ইসলাম দিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় কমলকুঁড়ি বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক সরওয়ার হোসেন তালুকদার, কবি মিন্টু রায়, সাংবাদিক মিজানুর রহমান বুলু, জাহিদুল ইসলাম, কোটালীপাড়া ব্লাড ব্যাংকের প্রতিনিধি কাকলী কাজী, নুসরাত জাহান শিউলী, ইমরান তালুকদার, আলামিন হাওলাদার, আশুতোষ দাস বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে কেক কাটা হয়।

সরওয়ার হোসেন তালুকদার বলেন, গত কয়েকদিন আগে আমার এক আত্মীয় অসুস্থ হয়েছিল। চিকিৎসকের পরামর্শে তাকে দ্রুত রক্ত দিতে হয়। আমি কোটালীপাড়া ব্লাড ব্যাংকের সাথে যোগাযোগ করি। তারা মুহূর্তের মধ্যে কোন প্রকার পারিশ্রমিক ছাড়া আমাদেরকে দু’জন ডোনার সংগ্রহ করে দেয়। ডোনার দু’জন বিনামূল্যে আমার রোগীকে ২ব্যাগ রক্ত দেয়। আমি এই সংগঠনটির সাফল্য কামনা করছি।


এনএফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top