বাবাকে হত্যা করায় ছেলের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১ জুন ২০২২, ০৫:০৪

বাবাকে হত্যা করায় ছেলের আমৃত্যু কারাদণ্ড

টাঙ্গাইলে বাবাকে হত্যার দায়ে ছেলের আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্ত হাসমত আলী (৪২) ঘাটাইল উপজেলার রামদেবপুর হেংগারচালা গ্রামের ছামেদ আলীর ছেলে।

মঙ্গলবার (৩১ মে) দুপুরে টাঙ্গাইল জেলা ও দায়রা জজ ফাহমিদা কাদের এ রায় ঘোষণা করেন। আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) এস আকবর খান রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০২০ সালের ১৭ অক্টোবর রাত ৯টার দিকে বাবা ছামেদ আলীর কাছে নেশা করার টাকা চান হাসমত আলী। তিনি টাকা দিতে অস্বীকার করলে হাসমত তাকে পেটাতে শুরু করেন। এ সময় হাসমতের মা হাসনা বেগম এগিয়ে এলে তাকেও ধাওয়া করেন। পরে বাড়িতে থাকা কোদাল দিয়ে ছামেদ আলীর গলা, মাথা ও ঘাড়ে আঘাত করেন হাসমত আলী। এতে ঘরেই বাবা ছামেদ আলীর মৃত্যু হয়। পরে মা হাসনা বেগমকে কোপাতে গেলে এলাকার লোকজন এসে হাসমতকে ধরে ফেলেন। ওই রাতেই হাসমতকে পুলিশে সোপর্দ করা হয়।

পরদিন হাসমতের মা বাদী হয়ে ঘাটাইল থানায় হত্যা মামলা করেন। মামলায় হাসমতকেই একমাত্র আসামি করা হয়। তদন্ত শেষে ঘাটাইল থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুল হাসান ২০২০ সালের ২৯ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন।

গ্রেফতার হওয়ার পর থেকে হাসমত আলী কারাগারে ছিলেন। মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণার পর তাকে আবার কারাগারে পাঠানো হয়েছে।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top