• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


ফকিরহাটে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে শান্তি পদযাত্রা

ফকিরহাট থেকে | প্রকাশিত: ২৩ জুন ২০২২, ০৪:৪৬

ফকিরহাটে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে শান্তি পদযাত্রা

মহানবী (স.) কে নিয়ে কটুক্তি করায় দেশে চলমান ধর্মীয় উত্তেজনার মধ্যে বাগেরহাটের ফকিরহাটে ব্যতিক্রমি উদ্যোগ নিয়েছে স্থানীয় ইমান, পুরোহিতসহ বিভিন্ন পেশার মানুষ। সকল ধর্মের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে তাঁরা কাধে কাধ মিলিয়ে শান্তি পদযাত্রা করেছে।

বুধবার (২২ জুন) দুপুরে ফকিরহাটের ঢাকা-খুলনা মহাসড়কে দি হাঙ্গার প্রজেক্টের ব্রেভ ও পিএফজির আয়োজনে পদযাত্রায় আন্তঃধর্মীয় সম্প্রীতির শপথ গ্রহণ করেন উপস্থিত মানুষ।  বাগেরহাটের চিতলমারী উপজেলায় মহানবীকে নিয়ে কটুক্তি করার অভিযোগে এক তরুনীকে নিয়ে কেন্দ্র করে পুলিশ ও জনতার মধ্যে সংঘর্ষে যে ধর্মীয় অসহিষ্ণু পরিস্থিতি তৈরি হয়েছে তা থেকে বেড়িয়ে আসতে এ শান্তি পদযাত্রা বলে জানান আয়োজক কমিটি।  

এসময় ফকিরহাটের দি হাঙ্গার প্রজেক্টের অর্থায়নে যুবসমাজকে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি রক্ষায় উদ্বুদ্ধ করতে ইয়ুথ মেন্টর গ্রæপ ত্রৈমাসিক সভার আয়োজন করে। ধর্মীয় উগ্রবাদ নিরসন, সাম্প্রদায়িক স¤প্রীতি রক্ষা সম্পর্কিত এ সভায় সভাপতিত্ব করেন পিএফজি গ্রæপের জেলা এ্যাম্বাসেডর শেখ আঃ ছালাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পিভিই কমিটির সভাপতি এস কে হাসিব, জেলা সমন্বয়কারী নাজমুল হুদা, পিভিই কমিটির ফকিরহাট উপজেলা শাখার সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলতাফ হোসেন টিপু, উপজেলার হাঙ্গার প্রজেক্টের পিএফজি কমিটির কো-অর্ডিনেটর খান মাহমুদ আরিফুল হক, ফকিরহাট উপজেলা ব্রেভ প্রকল্পের সমন্বয়কারী জামিলা শারমিন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। 

শান্তি পদযাত্রায় নেতৃত্ব প্রদান করেন মসজিদের ইমাম মাওলানা আবুল হাসান, পুরোহিত প্রদীপ ভট্টাচার্য। 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top