মধুপুরের স্থগিত হওয়া ইউপিতে ভোটগ্রহণ শুরু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ জুলাই ২০২২, ২২:৩২

মধুপুরের স্থগিত হওয়া ইউপিতে ভোটগ্রহণ শুরু

টাঙ্গাইলের মধুপুরে অরণখোলা ইউনিয়ন পরিষদের স্থগিত হওয়া নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৪ জুলাই) সকাল ৮ টা থেকে ৯টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

সকাল থেকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারের সংখ্যা বাড়বে বলে জানিয়েছে নির্বাচন কর্মকর্তা।

নির্বাচন কার্যালয় সূত্র জানায়, নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী ছাড়াও স্বতন্ত্র পদে আরও দুই জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও সাধারণ সদস্য পদে ২৩ জন ও সংরক্ষিত পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ইউনিয়নে ১৫ হাজার ৮৫৮ ভোটার রয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান জানান, নির্বাচনে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছে।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top