প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলো আমতলীর আরো ১১০টি পরিবার।

বরগুনা থেকে | প্রকাশিত: ২২ জুলাই ২০২২, ১০:৫৫

প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলো আমতলীর আরো ১১০টি পরিবার।

আশ্রয়ণ প্রকল্পের ‘ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য জমি ও গৃহ প্রদান’ কর্মসূচির আওতায় আমতলীতে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েছে আরো ১১০টি পরিবার।

বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর পক্ষে এসব ঘরের দলিল ও সার্টিফিকেট হস্তান্তর করেন বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান। এ সময় এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত সকলে এ সময় দোয়া মোনাজাতের মাধ্যমে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।

নতুন এ ঘরগুলোকে আরো মজবুত করতে ঘরগুলোতে আরসিসি পিলার, গ্রেড ভিম, টানা লিংকটারসহ বেশ কিছু বিষয় সংযোজন করা হয়।

ঘূর্নিঝড়, জলোচ্ছাস, নদী ভাঙ্গন কবলিত ভূমি-গৃহহীন ও ছিন্নমূল মানুষকে পুনর্বাসনের লক্ষ্যে ১৯৯৭ সালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সরাসরি তত্ত্বাবধানে ‘আশ্রায়ন’ নামে একটি প্রকল্প গ্রহণ করেন তৎকালীণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ প্রকল্পের আওতায় কয়েকলাখ ভূমি ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগীদের মধ্যে ক্ষুদ্র-নৃগোষ্ঠী, হিজড়া, বেদে সম্প্রদায়সহ সমাজের পিছিয়ে পড়া ভাসমান বিভিন্ন জনগোষ্ঠীও রয়েছে।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার এ, কে, এম আবদুল্লাহ বিন রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত গৃহহীনদের ভূমি ও ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মজিবর রহমান, চেয়ারম্যান (ভারপ্রাপ্ত), আমতলী উপজেলা পরিষদ, মোসাঃ তামান্না আফরোজ মনি, মহিলা ভাইস চেয়ারম্যান, আমতলী উপজেলা পরিষদ, এম, এ কাদের, সভাপতি আমতলী উপজেলা আওয়ামীলীগ, মোঃ মোতাহার উদ্দিন মৃধা, চেয়ারম্যান আমতলী ইউনিয়ন পরিষদ, বোরহান উদ্দিন মাসুম তালুকদার, চেয়ারম্যান কুকুয়া ইউনিয়ন পরিষদ, মোঃ আকতারুজ্জামান খান বাদল, চেয়ারম্যান চাওড়া ইউনিয়ন পরিষদ, আসাদুজ্জামান মিন্টু মল্লিক, চেয়ারম্যান হলদিয়া ইউনিয়ন পরিষদ, রফিকুল ইসলাম রিপন, চেয়ারম্যান আঠারোগাছিয়া ইউনিয়ন পরিষদ। এছাড়াও এ সময় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top